• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version

সামাজিক দূরুত্ব বজায় রাখতে কুলিয়ারচরে কঠোর অবস্থানে পুলিশ

সামাজিক দূরুত্ব বজায় রাখতে
কুলিয়ারচরে কঠোর অবস্থানে পুলিশ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

প্রাণঘাতি কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কঠোর অবস্থানে পুলিশ।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর কুলিয়ারচর প্রবেশমুখে সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ফিরিয়ে দেয়া হচ্ছে যাত্রীবাহী সব যানবাহন।
১৮ এপ্রিল শনিবার সকাল থেকে কুলিয়ারচর প্রবেশমুখ ফরিদপুর, আগরপুর বাসস্ট্যান্ড, জামতলী মোড়, ছয়সূতী ল²ীপুর বাসস্ট্যান্ড, কুলিয়ারচর-ভৈরব প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান সেতু, ডুমরাকান্দা বাজারসহ বিভিন্ন প্রবেশ পথে পুলিশের তৎপরতা চোখে পড়ে। একের অধিক মানুষ দেখলেই তাদের বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে। যারা কথা শুনছেনা তাদের উত্তম মাধ্যম দিতেও দেখা যায়।
১৭ এপ্রিল শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়। যে কোনো মূল্যে করোনা ছড়িয়ে পরা ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পুলিশ। এছাড়া যত্রতত্র ত্রাণ বিতরণ না করতেও নিষেধ করা হয়। ত্রাণ বিতরণের সময় পুলিশের সহযোগিতাও নিতে বলা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *